ব্রহ্মকমল
উত্তরে মায়ানমার,দক্ষিণে পশ্চিম চীন আর ভারতের উত্তরাখণ্ড এই তিন জায়গায় এই দূর্লভ ব্রহ্মকমল দেখতে পাওয়া যায়।প্রায় 3500 মিটার থেকে 4800 মিটার উচ্চতায় এটি ফোটে।পাথরের ফাঁকে সবুজ ঘাসের মাঝে মাঝে এটি দেখা যায়।এই ফুলের আরো কিছু নাম আছে সেগুলো হলো কাপফু,কন,দুধফুল,কাদুফুল নাম এ বলে থাকে অনেকে। তিব্বতে এই ফুল ভেষজ ঔষধ হিসেবে ব্যাবহৃত হয়ে থাকে।মে জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই ফুল ফোটে।স্থানীয় দেড় মতে এটি একটি স্বর্গীয় ফুল।এটি ভগবান শিবের পুজোতে লাগে।আমি বহু বার এই ফুলের বহু পৌরাণিক কাহিনী শুনেছি,কেউ কেউ বলে কথিত আছে সৃষ্টি কর্তা ভগবান ব্রহ্মা একটি বিশাল সাদা পদ্ম থেকে জন্মগ্রহণ করেছিলেন,যাকে আমরা ব্রহ্মকমল বলে থাকি,আবার কেউ কেউ বলে,,,,ভগবান গণেশ এর জীবন কাহিনী আমরা অনেকেই শুনেছি,,পার্বতী র নির্দেশে শিব যখন গণেশের শরীর এ একটি হাতির মস্তক লাগিয়েছিল,তখন ভগবান ব্রহ্মা এই ব্রহ্মকমল এর জল গণেশের শরীরে ছিটিয়ে দেন আর গণেশ জীবন ফিরে পায়। এছাড়াও আরো অনেক পৌরাণিক কাহিনী আছে। বর্তমানে এই ফুল টি প্রায় হারিয়ে যেতে বসেছে,,,মানুষ নামক জন্তু গুলো এগুলো ছিড়ে নষ্ট করে ফেলে,,,দয়...
Comments
Post a Comment