ব্রহ্মা র স্মরণে আরোহীরা
আমরা সোনারপুর আরোহী, এবছর আমাদের অভিযান কাশ্মীরের মাউন্ট ব্রহ্মা(6416মিটার)। প্রাতঃস্মরণীয় ব্রিটিশ পর্বতারোহী স্যার বনিংটন ১৯৭৩ সালে প্রথমবার মাউন্ট ব্রহ্মা ক্লাইম্ব করেন। সেই সফল আরোহনের ৫০ বছর পরে আমাদের ব্রহ্মা অভিযান। বিগত ৪৪ বছরে কোনো সফল অভিযান হয়নি মাউন্ট ব্রহ্মা পর্বতে। শুধু অভিযান নয়, আমরা ঐ পুরো অঞ্চলটা এক্সপ্লোর করবো, অভিযান শেষে কিব্বার নালা গ্রামের স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনার সামগ্রী প্রদান ও ঐ গ্রামে একটি মেডিকেল ক্যাম্প করবো,এই হলো আমাদের মূল লক্ষ্য। আমাদের টিম হলো 12 জনের 1) রুদ্র প্রসাদ হালদার(লিডার) 2) পার্থ সারথি লায়েক(ডেপুটি লিডার) 3) সত্যরূপ সিদ্ধান্ত(ম্যানেজার) 4) রুদ্র প্রসাদ চক্রবর্তী(ইকুইপমেন্ট ইনচার্জ) 5) নৈতিক নিলয় নস্কর 6) চয়ন চ্যাটার্জী(একাউন্টেন্ট) 7) অভীক মণ্ডল(কোয়াটার মাস্টার) 8) জয়দীপ হালদার 9) অসীম হালদার 10) উদ্দীপন হালদার(ডাক্তার) 11) তুহিন ভট্টাচার্য্য 12) দেবাশীষ মজুমদার সাথে আমাদের 6 শেরপা বন্ধু, 1) ফুরসের্ম্বা শেরপা 2) নুরবু শেরপা 3) জাঙা বাহাদুর রাই 4) দাওয়া শেরপা 5) পাস ডুক্য শেরপা 6) তেনজিং শেরপা সেই মতো, 30 এ জুন বেলা 11: 45 এ